,

অলৌকিক ঘটনা
ফুলবাড়ীতে কবর খোরার সময় দুই পাঁজরে আরবি হরফ
এক নজর দেখার জন্য  জনতার ঢল

মোল্লা হারুন :০৭.০১.২০২১
অবিশ্বাস হলোও সত্য । অলৌকিক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। মৃত ব্যক্তির কবর খোরার  সময় আরবি  অক্ষর লেখা বের হয়েছে মাটিতে । কবরের দুই পাঁজরেÑপশ্চিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ। পুর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল  (মোহাম্মদ) নাম।  বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম পানিমাছ কুটি গ্রামে এমন ঘটনা ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষের ঢল নামে। রেখার দৃশ্য এক নজর দেখার জন্য ভীড় জমায়  কবরের পাশে।পরিস্থিতি নিয়ন্ত্র করার জন্য মোতায়ন করা হয় পুলিশ ।
ওই এলাকার মৃত আঃ জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন ঢাকার মোহাখালীর ব্র্যাক এনজিওতে চাকরী করার অবস্থায় গত বুধবার রাত ১০টার সময় ঢাকা মেডিকেল কলেজও হাসপাতালে হৃদযন্ত্র ক্রীয়া আক্রান্ত হয়ে মারা যান । তার লাশ স্বজনরা নিয়ে এসে নিজ বাড়ীর আঙ্গীনায় দাফন করার জন্য  বৃহস্পতিবার সকাল ৮টায় প্রস্তুতি নেন। তার লাশ দাফনের জন্য মাইকে প্রচার হয় বাদ জহুরে।  কবর খোরার  জন্য আব্দুল বাড়ী ও  আমির আলী  মাটি খোরা শুরু করে । তার কবরে বেশি ভাগ ছিল বালুমাটি। কবরের ওপরের অংশ খোরার সময় বের হয়ে আসে আরবি অক্ষর । বিষয়টি প্রথমে তারা দেখে চমকে যান। পরে ধারালো অস্ত্র (বেখি) দিয়ে তারা যতবার মাটি কেটে দেন কিন্তু লেখা বন্ধ না হয়ে পরিস্কার হয়ে ওঠে আরবি হরফ গুলো। কবরের দুই পাঁজরেÑপশ্বিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ। পুর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল  (মোহাম্মদ) নাম। মৃত ওই ব্যক্তি এক সন্তানের জনক ছিলেন । তার স্ত্রীর নাম হাজরা বেগম । সে এখন গর্ভপতী অবস্থায় রয়েছে । ছাত্রজীবন থেকে পড়হেজগার ও নামাজি ছিলেন । চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তিন নম্বর ।
মৃতের বড় ভাই ইব্রাহিম আলী জানান  আমার ছোট ভাই নামাজি ছিলেন । আমার জানামতে বেঁচে থাকা অবস্থায় কোন দিন মিথ্যা কথা বলেনি। তার স্ত্রী সন্তানও নামাজ কালাম পড়েন নিয়মিত। ৮ বছরের ছেলেকে সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল ।সে ওখানে পড়ালেখা করেন ।
উত্তর শিমুল বাড়ী উচ্চ বিদ্যালয়  সহকারী শিক্ষক নুরনবী জানান কবরে আরবি অক্ষর রেখা আমার জীবনে দেখি নেই। এই প্রথম দৃশ্য চোখে পড়ল । এটা আল্লাহ অলৌকিক ঘটনা ।
ফুলবাড়ীর নন্দের কুটি চৌপথী জামে মসজিদের ইমাম (খতিব) ও বড়লই এলাকার হাফেজ মাওলানা আঃ হক জানান কবরের দুই পাজরেÑপশ্বিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ। পুর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল  (মোহাম্মদ) নাম। আমরা নিজেরাই পড়েছি।  এটা আল্লাহ প্রদত্ব ছাড়া বলা মুসকিল ।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব কুমার রায় জানান পুলিশ ফোর্স  সেখানে পাটানো হয়েছে। লাশ দ্রæত দাফন করার জন্য জন প্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান,খবর শুনার পর পুলিশকে জানানো হয়েছে । তারা নিরাপত্তার বিষয়টি দেখবেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com