,

কুড়িগ্রামে ঘোগাদহ চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রকাশিত সংবাদের এলাকাবাসীর প্রতিবাদ

কুড়িগ্রামে ঘোগাদহ চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা
প্রচারণার প্রকাশিত সংবাদের এলাকাবাসীর প্রতিবাদ

চলতি সপ্তাহে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউপি চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী সহ সর্ব স্তরের জনগন। সোমবার (২০এপ্রিল) সকালে ঘোগাদহ বাজারে স্থানীয় এলাকাবাসীসহ আওয়ামীলীগ, যুগলীগ ও ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ইউপি মেম্বার দুলাল মিয়া, প্রতিবন্ধী রজব আলী, ভুক্তভোগী সাবিনা আক্তার, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা ওয়াজেদ আলী, এনামুল হক, ছাত্রলীগের আশরাফুল আলম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, করোনা ভাইরাসে মানুষ যখন অসহায় তখন ইউনিয়নের কিছু মেম্বার নিজেদের সম্মানীভাতার দাবিতে মানববন্ধন করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই মূহুর্তে সবকিছু ভুলে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা উল্টো মেম্বারদের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঘোগাদহ ইউপি চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি ও ইউপি সদস্যদের বেতনভাতা বন্ধের প্রতিবাদে ১০জন মেম্বার একই স্থানে মানববন্ধন করেন। করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে পাল্টাপাল্টি মানববন্ধনের ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

এ ব্যাপারে চেয়ারম্যান মেম্বাদের মানব বন্ধনের প্রতিবাদে ব্যাখ্য দিয়েছেন, তিনি বলেন,দেশের এ ক্লাান্তি লগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় জনগনের সামাজিক দুরত্ব সহ এ জেলা হতে যারা দেশের বিভিন্ন জেলায় কাজের জন্য গিয়েছিলেন । সরকারের নির্দেশ মোতাবেক তাদের হোমকোয়ারেন্টাইনে থাকার একান্ত আবশ্যক। এ রুপ পরিস্থিতিতে করোনা ভাইরাস কমিটি জনগনকে সচেতন হওয়া এলাকাবাসীকে উদ্বুর্ধ করা আশু প্রয়োজন।

উল্লেখ্য যে, আমি প্রতিদিন মাইকে ও নিজেই জনগনকে সচেতন হতে পরামর্শ দিই। দুঃখের বিষয় আমাদের পরিষদের সংখ্যাগরিষ্ট জামাত শিবিরের ইউপি সদস্য গন কোন ভূমিকা না রেখে জনগনের মাঝে প্রকাশ করে যে, চেয়ারম্যান খামাখা প্রতিদিন করোনা সচেতন হওয়ার কথা বলেন। এ সময় ব্যবসা বানিজ্য না করলে মানুষের অবস্থা খারাপ হবে। ব্যাবসা না করলে চেয়ারম্যান কি আমাদের খেতে দিবে। ইউপি সদস্যরা একত্রিত হয়ে ইউপি অংশের সম্মানী ভাতা দাবী করে বলেন যে, ট্যাক্স আদায় করে আমাদের সম্মানী ভাতা দিতে হবে। তখন আমি বলি করোনা ভাইরাসের এ কøান্তি লগ্নে এটি সম্ভব না। কিছু লোকের যোগ সাজসে আমার বিরুদ্ধে এবং দলের এমন কি সরকারের সুনাম নষ্ট করার জন্য তারা মানববন্ধন করে। আমার এলাকার জনগন তাদের মানববন্ধন কে নিন্দা জানিয়ে,পরে এলাকার সকল পেশাজীবি মানুষ মানববন্ধন করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। আমি সরকারের বরাদ্ধকৃত চাউল সঠিক সময়ে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে বিতরন করেছি। মেম্বাগনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানববন্ধন ও আমার নামের সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ শাহআলম মিয়া
চেয়ারম্যান ঘোগাদহ ইউনিয়ন পরিষদ
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com