,

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টেন্ডার বাতিল

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পথ্য,ধুপি ও ষ্টেশনারী-নন ষ্টেশনারী মালামাল সরবরাহের আহ্বানকৃত দরপত্রের কার্যক্রম বাতিল

মোল্লা হারুন উর রশীদ কুড়িগ্রাম ঃ ৮.৬.২০২০
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর স্বারক-নং-জেনাঃ/হাসঃ/কুড়িঃ কমিটি/২০১৯-২০/৯৯৮স্বারকে ৮/৬/২০২০ তারিখে ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম স্বক্ষরিত পত্রের মাধ্যমে জানা যায় ,পথ্য,ধুপি ও ষ্টেশনারী-নন ষ্টেশনারী মালামাল সরবরাহের নিমিত্বে আহ্বানকৃত দরপত্রের যাবতীয় কার্যক্রম অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এ বিষয়ে সদয় অবগতির/অবহিত করার জন্য নিম্ন লিখিত বিভাগ সমূহে অনুলিপি প্রেরণ করা হয়েছে । মহা-পরিচালক স্বাস্থ্য- অধিদপ্তর মহাখালি, ঢাকা-১২১২,পরিচালক অর্থ, স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালি ঢাকা-১২১২,পরিচালক,হাসপাতাল ও ক্লিনিক সমূহ স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি ঢাকা -১২১২,পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগ রংপুর ,জেলা প্রশাসক কুড়িগ্রাম,পুলিশ সুপার কুড়িগ্রাম, সিভিল সার্জন সকল রংপুর বিভাগ রংপুর। নির্বাহী প্রকৌশলৗ গণপূর্ত বিভাগ কুড়িগ্রাম। উপ- পরিচালক পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম, জেলা হিসাব রক্ষন কর্মকর্তা কুড়িগ্রাম। টেন্ডার কমিটি সভাপতি সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্র জানায়, গত ২৮ মে ২০ তারিখে দরপত্র দাখিলের শেষ দিনে অন্যান্য ঠিকাদাররা খবর পেয়ে তত্বাবধায়কের কার্য্যালয় গিয়ে উপস্থিত হন এবং তারা টেন্ডারে অংশ গ্রহন করতে পারেনি মর্মে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

টেন্ডার আহ্বান কে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ ও ফেসবুকে হিসাবরক্ষক আশরাফ মাজিদ কে জড়িয়ে লেখালেখির বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের হিসাবরক্ষক বলেন, টেন্ডার কার্যক্রমের সাথে আমার আদেশ পালন করা ছাড়া, আমার কোন সম্পৃক্ততা নেই। আমার বিষয়ে মান-হানিকর লেখালেখির তীব্র নিন্দা জানাচ্ছি। আামি ছোট চাকুরী করলেও ধনাঢ্য পরিবারের সন্তান। পৈত্রিকসূত্রে অনেক সম্পদ পেয়েছি। আমার বাড়ী ও সম্পদের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুলে বিভিন্ন অনলাইন পোর্টালে মান-হানিকর বানোয়াট সংবাদ পরিবেশন ও ফেসবুকের লেখালেখির বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যৎ এসব বিষয়ে সংবাদ পরিবেশন না করার জন্য বিনীত অনুরোধ করছি। ইতিপূর্বে হাসপাতালে কোন দক্ষ হিসাবরক্ষক ছিলেন না। আমি ২০১৭ সালে হিবাবরক্ষক হিসাবে যোগদান করে হাসপাতালের অনেক উন্নয়ন করার চেষ্টা করেছি। সেটি অনেকের সহ্য করতে না পারায় আমাকে নানা ভাবে ব্লাক মেইলিং করছে। কাজ বাতিল হয়েছে সকালে তার পরেও আমাকে নিয়ে লেখালেখি শোভনীয় নয়।

অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম ঠিকাদারগনকে কার্যক্রম স্থগিত করার বিষয়ে মৌখিক ভাবে টেন্ডার বাতিলের সিন্ধান্ত দেন। এছাড়াও লিখিত ভাবে আজ টেন্ডার বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com