,

কুড়িগ্রাম ডিএফএ’র নির্বাচন স্থগিত.সুবিধা বঞ্চিত ক্রীড়াঙ্গনকে বাচাতে সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা ফুটবল বিপ্লবী লাইজুর

ক্রীড়া রিপোর্ট : বিশ্বজুড়ে মহামারী, বিপর্যয় এর মধ্যে অন্য বিষয়ে লেখাটা অস্বস্তিকর ।কিন্তু যদি আমি কোন ভাইরাসে আক্রান্ত হই, সমাজ বা দেশ হয় তখনকি কলমযোদ্ধাদের কলম থেমে থাকবে। আমাদের সকল মানুষের সাথে সাথে আমার বাচ্চারা কষ্ট পাচ্ছে, কষ্টের মাঝেও নীরবে, কোহিনুর রহমান, কানিজ ফাতেমা ভাবী, কাজী আনোয়ারদের সহযোগিতায় ” IMRULS GOAL ” একাডেমীর কিছু বাচ্চাদের উপ বৃত্তি দেওয়া হচ্ছে ।বিভিন্ন সময়ে এ বৃত্তি শিক্ষা, চিকিত্সা, খাদ্য, খেলাধুলোর উপকরনে কিছুটা হলেও উপকার হয়।সুতারাং জেলার ফুটবলের কিছু ভাল খারাপ সংবাদ সকলকে জানানোর প্রয়োজন আছে বলে মনে করি।এইযে এতবড় বিপর্যয়ের মাঝেই কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভা করেছে,কি আলোচনা হয়েছে কিনা জানিনা তবে পরে জানতে পেরেছি নির্বাচন পেছানোর কাজটি সভাপতি মানস দাস ধলু বাফুফে থেকে করে এনেছেন ।এ সময়ে ভোট হলে তিনি কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করবেন। আমাদের সন্মানিত সকল সদস্য এ বিষয়ে জানেন কিনা আমি জানিনা ।আসলে সকলেই যদি লীগ না হলে ,নির্বাচন না হলেও সকল অনিয়ম মেনে নেয় সেখানে আমার কি করার আছে।কিন্তু অবাক হয়ে গেলাম যখন জানলাম রংপুর বিভাগীয় জেলা ফুটবল এসোসিয়েশনে কুড়িগ্রামের প্রতিনিধি নেই এ খবর শুনে।মানস দাস ধলু সেখানে যাননি এবং তার পরিষদের কাউকে পাঠাননি।কি জবাব আছে আমি জানিনা। কুড়িগ্রামের মানুষ ক জন জানেন আমি জানিনা ,বাংলাদেশ ক্রীকেট বোর্ডের নির্বাচনে কুড়িগ্রাম ভোট দেবার অযোগ্য ঘোষিত হয়েছিল,তিন-চারটি জেলার মধ্যে কুড়িগ্রামও ছিল।রেডিও, টিভিতে পর্যন্ত প্রচার হয়েছিল। এ ভাবেই বিভিন্ন ভাইরাসে আক্রান্ত এ জেলার ক্রীড়াঙ্গন। অবশ্য খেলাতো খেলা এর আবার কোনও দাম আছে নাকি।অনেকেই জানেন ফুটবল চালানোর সংস্থা কুড়িগ্রামে একটি জেলা ক্রীড়া সংস্থা ।ফুটবল পরিচালনা সংস্থাটি কি,এর সভাপতি কে ,খেলার অবস্থা কি এগুলোর জন্য আমি বা দু একজন ক্যানভাসার রয়েছে।বলতে পারেন স্যারদের চামচা বা কামলা। কামলা হয়ে বিপ্লবী হয়ে থাকতে চাই কিন্তু যে সমস্ত মহাপুরুষদের জন্য আমরা শেষ হয়ে যাচ্ছি,সুবিধাবন্চিতরা হেরে যাচ্ছে তাদের কোন প্রতিবেদন বা খবর জানার কেউ নেই।ওরা এত শক্তিশালী? মজার ব্যাপার হচ্ছে ওরা সকলেই ভাই ভাই কিন্তু যখন কথা বলবেন তখন বলবে ভাই আমি ভালমানুষ আর ওরা একে বারে পচে গেছে। আমি অনুরোধ জানাবো ঐ সমস্ত পদ পদবী আমার দরকার নেই শুধু ওদের মূখোশ গুলো খুলে ফেলুন না হলে আল্লাহতায়ালার অশেষ রহমতে করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হবো কিন্তু এই সমস্ত নীতিহীন ভাইরাসের কারনে রুগ্ন ক্রীড়াঙ্গন আরো রুগ্ন হয়ে যাবে।স্বাস্থ্যই যদি ভালো না থেকে তাহলে সমাজ সুস্থ্য হবে কি ভাবে?।আরে এটা দেশ ও দশের জন্য বলা হচ্ছে, রাষ্টের উপকারের জন্য, ভয় নাই আপনিও লিখুন।মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকারের ভাষা,গল্প বা যুদ্ধ আমার বুকে।আমাদের সুবিধাবন্চিত ক্রীড়াঙ্গন বাচান-বাঁচান আমার ফুটবলটাকে,নাহলে আমাদের অভিশাপ দিন,মৃত্যু চান আমাদের।যে ফুটবলের জন্য এত লাঞ্ছনা সেটাই যদি মরে যায় তাহলে একজন গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর বেঁচে থেকে লাভ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com