,

কুড়িগ্রাম পুলিশ লাইন্সে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২০

“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২০।
নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম ৩১.১০.২০

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় কুড়িগ্রাম জেলা পুলিশও শনিবার (৩১ অক্টোবর) “কমিউনিটি পুলিশিং ডে-২০২০” পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে অদ্য সকালে জেলা পুলিশ, কুড়িগ্রামের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব জনাব মোহাম্মদ পনির উদ্দিন আহমেদ আহবায়ক জেলা কমিউনিটি পুলিশিং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু,আহবায়ক কমিউনিটি পুলিশিং ১ নং কাঁঠাল বাড়ি ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা জনাব মো;শওকত আলী বীর বিক্রম,উপজেলা চেয়ারম্যান চিলমারী,জনাব মতলুবর রহমান খান,আহবায়ক জেলা কমিউনিটি পুলিশিং,জনাব এস এম আব্রাহাম লিংকন, পিপি সদর কোর্ট কুড়িগ্রাম, এস এম হারুন ওর রশিদ লাল, সমাজ সেবক সলিডারিটি কুড়িগ্রাম, অ্যাডভোকেট আহসান হাবিব নিলু,সভাপতি প্রেসক্লাব কুড়িগ্রাম, জনাব সিরাজুল ইসলাম টুকু,জেলা মুক্তিযোদ্ধা কুড়িগ্রাম, জনাব নূর বকত, অধ্যক্ষ আলিয়া মাদ্রাসা কুড়িগ্রাম, জনাব মির্জা নাসিম উদ্দিন, উপাধ্যক্ষ সরকারি কলেজ কুড়িগ্রাম, জনাব রাশেদুজ্জামান বাবু,সদস্য সচিব জেলা কমিউনিটি পুলিশিং কুড়িগ্রাম,
জনাব সাঈদ হাসান লোবান,জেলা ক্রিড়া সাধারণ সম্পাদক, জনাব,এ কে এম সামিউল হক,সদস্য জেলা কমিউনিটি পুলিশিং, জনাব আনোয়ার মন্ডল, বিভাগীয় প্রধান রসায়ন সরকারি মহিলা কলেজ কুড়িগ্রাম।
এছাড়াও অফিসার ইনচার্জ সকল থানা ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com