,

দেশের সর্বত্র প্রতিষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’ প্রতিষ্ঠাতা হিসেবে সাফল্য লাইজু

আরিফ হোসেন আলিফ : ১৫.০৫.২০২০
ফুটবলকে দেশে ও বিশ্বে সারা জাগাতে একের পর এক কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। তার এ কার্যক্রমের উন্নয়ন, খেলোয়াড়দের উন্নয়ন আমরা ইতিমধ্যে অনেকে দেখেছি। প্রমাণও পেয়েছি। তার এ প্রচেষ্টায় অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। তাদের অনেকে দেশের বাইরে গিয়ে খেলে দেশের নাম উজ্জল করেছে। কুড়িগ্রামে সংগঠিত হয়েছে সকল ছোট-বড় ক্রীড়া সংগঠনগুলো। নিয়মিত পরিচালিত হয়েছে অনেক ফুটবল প্রতিযোগীতা। তার এ চেষ্টায় আজ ফুটবল যেন ডানা মেলেছে। মনে হচ্ছে একে আর থামানো অসম্ভব। এরকম বলার কারন হলো তার ব্যাপক কার্যক্রমের মধ্যে প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে গঠনকৃত ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’ এখন দেশের প্রায় সবকটি জেলা, বিভাগে গঠিত হচ্ছে। যা দেখে মনে হয় ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর স্বপ্ন সত্যিতে রুপান্তরিত হচ্ছে। আমরা জানি আজ পর্যন্ত যে কোন অর্জন এমনি এমনি হয়নি। এর পিছনে অনেক পরিশ্রম, যুদ্ধ ও বুদ্ধির খেলা হয়েছে। যেমন আমরা আমাদের দেশকেও যুদ্ধ করে জয় করে নিয়েছি। তেমনি ফুটবলের যুদ্ধে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয়ী হতে যাচ্ছে জালাল হোসেন লাইজু। তার এ ফুটবল পাগলামীতে অনেকে তাকে ভালো-মন্দ বিভিন্ন উপাধি দিয়েছে। যাই হোক জয়ের আনন্দে তিনি হয়তো সব কিছু ভুলে গিয়ে তার সৎ মনোবসনায় ফুটবলের উন্নয়ন ধরে রাখবেন। সাধুবাদ এ কার্যক্রমে জড়িত সকলকে।
এ সাফল্যে জেনে নেই ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর কিছু কথা…………………
জেলার ছোট্ট এক কুড়োঘরে জন্ম নিল ‘‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি”। সভাপতি জনাব শামীম খান মিসকিন সেক্রেটারি জনাব মিনহাজুল ইসলাম মিনহাজ। একজন গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু প্রতিষ্ঠাতা। শুরুতেই পরমকরুনাময়ের অশেষ রহমতে সভাপতি ও সেক্রেটারির দিক নির্দেশনায় আমাদের পুরোনো নতুন সকলেই সাড়া দিলেন। সেরা ফুটবলার লিটন ভাই, সেরা তরুন সংগঠক নোমীনোমান আর বিপুল ভাই ঝাপিয়ে পরলো এ কাজে তরুন মামুন আমাদের স্পোর্টস ইনফরমেশন নিয়ে রাতদিন কাজ শুরু করলো। মুখপাত্র বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি ও INFORMATION BUREAU বিপুল ভাই তথ্য সন্নিবেশ করছে,পরামর্শ নিচ্ছে বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির সমন্বয়ক নোমী নোমানের কাছ থেকে। মোস্তাকিম ভাই, তাজু ভাই, জেড ভাই, এনামুল ভাই, লুলু ভাই, জুলু ভাই, আপেল ভাই সহ সকলেই কাজ করছে। খুলনা এবং বিভিন্ন জেলায় সাবেক কৃতি ফুটবলার লিটন ভাই অক্লান্ত পরিশ্রম করছে। শেখ মোহাম্মদ আসলাম ভাই থেকে শুরু করে সকল শুভেচ্ছা দূত এবং শতশত ফুটবল প্রেমিক তরুনরা কাজ করছে। কুড়িগ্রাম সদর উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সেক্রেটারি শাহেদ বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি গ্রুপ খুলেছে। রায়হান তামিম বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি সমর্থক গ্রুপ তৈরী করেছে। এভাবে বাংলাদেশের সকল সাবেক ও বর্তমান ফুটবলার, সংগঠক, প্রশিক্ষক, ক্রীড়ালেখক, ভাষ্যকার সহ সকলেই পাশে দাড়িয়েছে এ অভিন্ন পরিবার বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির। সকলে মিলে গাওগ্রামের ফুটবলের পেশাদারীত্ব গঠনে এগিয়ে যাচ্ছি আমরা। শুধু লোভহীন, অহংকারবিহীন, দুর্নীতিমুক্ত, সততা নিয়ে একে অপরকে সন্মানিত করে কাজ করতে হবে। এটা আমাদের সাধারনের অসাধারণ পরিবার “আমাদের ফুটবলের অভিন্ন পরিবার আমাদেরকেই তৈরী করতে হবে” RESPECT RESPEST RESPECT. গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু প্রতিষ্ঠাতা বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com