,

পাইকগাছায় নড়া নদীতে তৈরী হচ্ছে ড্রামের ভাসমান সেতু

 

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের ঝাপার পর এবার পাইকগাছায় তৈরি হচ্ছে ড্রাম সেতু। উপজেলার লতা-দেলুটি ইউপির প্রত্যন্ত গ্রাম দিঘুলিয়া-মুনকিয়া গ্রামের সীমান্তে আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নড়া নদীর উপর তৈরি হবে এই ভাসমান ড্রামের সেতু।

যানাযায়, উপজেলার লতা ইউপির আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় ও সহকারী শিক্ষক সুকৃতি মোহন সরকারের প্রচেষ্টায় এবং অন্য শিক্ষকদের সহযোগিতায় তৈরি হচ্ছে এই ভাসমান সেতু। নদীর ওপার থেকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার সুবিধা,এবং এলাকার মানুষের উপজেলা সদর সহ কপিলমুনি,জামতলা, বারহাড়িয়া,দেলুটি সহ বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে চলাচলের কথা বিবেচনা করে ড্রাম দিয়ে সেতু তৈরির উদ্যোগ নিয়েছেন। এই সেতু হলে লতা ও দেলুটি ইউপির যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

নড়া নদী প্রস্ত খুব বেশি না হলেও বেশ গভির রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকায় নদী পার হয়ে স্কুলে আসতে বেশ সমস্যা হয় ছাত্র-ছাত্রীদের। কয়েকবার নৌকা ডুবিও হয়েছে। বই খাতা ভিজে লেখাপড়ার বেশ ক্ষতি হওয়ার কারনে এখানে একটা সেতুর প্রয়োজনীয়তা অনুভব করছেন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,এবং গ্রামবাসী।

শিক্ষক সুকৃতি মোহন সরকার বলেন এখানে নদীর প্রস্ত প্রায় ১৫০ ফুট,আমরা নিজ খরচে নদীর দু’পারে ২৫*২৫=৫০ ফুট ইতিমধ্যে মাটিদিয়ে বাঁধিয়েছি বাকি ১০০ফুট ড্রাম দিয়ে ভাসমান সেতু তৈরির কাজ শুরু করবো। সেতুটির দৈর্ঘ্য ১০০ফুপ এবং প্রস্ত হবে ৪ ফুট। ড্রাম কেনা হয়েগেছে, এখন শুধু লোহার পাত কিন্তে হবে ও মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে। সর্বমোট খরচ ধরা হয়েছে ২,৭০,০০০/ টাকা। ইতিমধ্যে প্রায় এক লক্ষ টাকা আমি ও প্রধান শিক্ষক ব্যক্তিগত তহবিল থেকে খরচ করেছি। বাকি টাকার জন্য জনপ্রতিনিধী, স্কুলের প্রাক্তন ছাত্র এবং গ্রামের লোকদের কাছে সেতু নির্মান কল্পে সাহায্যেরর হাত বাড়িয়েছি। আশা করি অচিরেই সকলের সহযোগিতাই ভাসমান সেতুর কাজ শেষ করতে পারবো।

লতা ইউনিয়ন ইউনিভারসিটি স্টুডেন্ট এ্যসোসিয়েশন (লুসা’র) সভাপতি নিউটন রায় বলেন আমাদের ইউনিয়নে এমন একটি ভাসমান ড্রাম সেতু হবে কখনো ভাবিনি। শিক্ষকদের এমন মহতি উদ্যোগের সাথে আমারা (লুসা) আছি এবং থাকবো। সকলের সার্বিক সহযোগিতায় আমাদের লতা আরো সামনে এগিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com