,

বাস্তবায়নাধীন দুধকুমর প্রকল্প ভুরুঙ্গামারী বাসীর মনে স্বস্তির নি:শ্বাস

মোল্লা হারুন উর রশীদ কুড়িগ্রাম :

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় একনেক প্রকল্প ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর উপজেলার উপর দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” নদী শাসন ও বাধঁ মেরামত কাজ ৩৮টি প্যাকেজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে রক্ষা পাচ্ছে তিন উপজেলায় নদী অববাহিকার হাজার হাজার ঘর-বাড়ি, ফসলী জমিসহ সরকারী-বেসরকারী নানা স্থাপনা এবং বদলে যাচ্ছে প্রকৃতি, পরিবেশ ও জীব-বৈচিত্র। পাশাপাশি নদী ভাঙন রোধে ইমার্জেন্সি জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধ করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষের কষ্ট ঘুচাতে দুধকুমার নদীর ভাঙন রোধে একনেক বৈঠকে ৬৯২কোটি ৬৮লাখ টাকা ব্যয়ে “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” দুধকুমার নদীর দুই পাড়ের ১শত কিলোমিটারের মধ্যে নদী শাসন প্রায় ২৫.৫৮কিলোমিটার ও বাধঁ মেরামত ৩৭.৭০কিলোমিটার কাজ ৫৯টি প্যাকেজের মধ্যে ৩৮টি প্যাকেজ ২০২১সালের অক্টোবর মাসে নদী ভাঙন রোধে জিও ব্যাগের কাজ শুরু করে এ পর্যন্ত ৮শতাংশ কাজ করেছে। একনেকের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে না আসায় ঠিকাদারী প্রতিষ্ঠান শত কষ্টের মাঝের কাজ করছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন ও উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহার তত্ত্বাবধানে একনেকের “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” নদী শাসন ও বাধঁ মেরামত কাজ ৩৮টি প্যাকেজে চলমান রয়েছে। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে রক্ষা পাচ্ছে নদী অববাহিকার হাজার হাজার ঘর-বাড়ি, ফসলী জমিজমা। দুইদফা বন্যার সময়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ জিও ব্যাগ দিয়ে দুধকুমার নদীর ভাঙন রোধে কাজ করায় নদী ভাঙন অনেকটা রোধ হয়েছে। বর্তমানে দুধকুমার নদী ভাঙন রোধে কাজ দ্রুত বাস্তবায়ন চলছে। ফলে নদীতীরের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।

ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার পাড়ের হাসু মিয়া, ছলিম উদ্দিন, কাশেম আলী, মন্তাজ হোসেন বলেন, আমরা বেশ কয়েকবার নদী ভাঙনের শিকার। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় জিও বস্তা ফেলার আমরা এখন ভাঙন থেকে মুক্ত আছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহা বলেন, দুধকুমার নদী ভাঙন রোধে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুধকুমার নদীর ভাঙন রোধে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাধঁ মেরামত কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রধান প্রকৌশলীর দপ্তর, উত্তারঞ্চল, রংপুর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা বলেন, একনেক প্রকল্পের আওতায় দুধকুমার নদী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com