,

গ্রামে মুখ দেখাতে পারি না, সবাই জাপাকে হিজড়া পার্টি বলে-এরশাদ

বিরোধী দলে থেকেও সরকারি পদপদবি পাওয়া জাতীয় পার্টির (জাপা) তৃণমূলের অবস্থা খুব একটা ভালো নেই। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরাই এমনটি জানালেন।পরিবর্তন ডটকমকে তারা বলেন, ‘গ্রামে মুখ দেখাতে পারেন না নেতাকর্মীরা। সবাই জাপাকে হিজড়া পার্টি বলে। আওয়ামী লীগের নেতারা চাপে রাখেন, বিএনপিও দূরে ঠেলে। সত্যিকার অর্থেই তৃণমূলে দলের অবস্থা শোচনীয়।’কিশোরগঞ্জের ভৈরব থেকে এসেছেন জাপার অঙ্গ-সংগঠন ইসলামিক ফ্রন্টের সহ-সভাপতি আবদুর রহমান ভাণ্ডারী।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘ভৈরবে জাতীয় পার্টির অবস্থা বরাবরই ভালো ছিল, হয়ত এখনো আছে। বিরোধী দলে থেকেও আমরা মন্ত্রী, এটিকে তো ভালোই বলতে হবে। লোকজন এখন আমাদের দেখলে চোখ টেপে, হাসাহাসি করে।’

অনেকটা আক্ষেপ করেই আবদুর রহমান বলেন, ‘সরকারের দু’জন মন্ত্রী আছেন, যারা জাতীয় পার্টির। এই হিসাবে বিরোধী দলেও জাপা, সরকারি দলেও আছে। দীর্ঘ ২৭ বছর ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগের সঙ্গে জোট করে দুটি স্ট্যাটাস অর্জিত হয়েছে। আমরাই সরকার, আমরাই বিরোধী দল। এগুলোকে তো ভালোই বলতে হবে।’
তবে আগামীতে এককভাবে অংশ নিলে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জাপার ক্ষমতায় আসার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তৃণমূলের নেতারা।

নড়াইল থেকে সমাবেশে আসা জেলা পৌর সেক্রেটারি জাহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘আগের থেকে এখন জাতীয় পার্টির অবস্থা বেশ ভালো। আমরা আমাদের তরুণদের নিয়ে নির্বাচনের দল সাজাচ্ছি। জেলার বিভিন্ন উপজেলায় আমরা নতুন কমিটি গঠন করছি।’
তবে তার দুঃখ, ‘এতকিছু করেও দলকে আমরা পরিপূর্ণ রূপ দিতে পারছি না। কেন্দ্রীয় নেতারা এলাকায় আসেন না। তাদের পেলে কর্মীরা আরও চাঙ্গা হতে পারতেন। কেন্দ্রীয় নেতাদের ফোন দিলেও ধরেন না। জেলার নেতাকর্মীরা সুখে-দুখেও তাদের পান না। এই কারণে দলে অনেক উন্নয়ন করলেও জেলায় দলের অবস্থা বেশ শোচনীয়।’

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাধারণ সম্পাদক হুসেইন আলী। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিরও সদস্য।হুসেইন আলী পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমাদের উপজেলায় দল ভালো পজিশনে আছে। নির্বাচন সামনে রেখে তৎপরতা আরও বেড়েছে।’
তবে তিনি স্বীকার করেন, ‘জাতীয় পার্টির সবচেয়ে বড় সমস্যা হলো- সবাই দলটিকে ব্যবহার করে। আওয়ামী লীগ প্রয়োজনে কোলে নেয়, প্রয়োজন ফুরালে লাথি মারে। বিএনপিও একই আচরণ করে। এ থেকে যতদিন না বের হব, ততদিন কর্মীদের সামনে কোনো আশা নেই।’শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। এদিন সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন।

মহাসমাবেশ থেকে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ একাদশ জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে!

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com