,

আজ মুক্তির সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, প্রকৃতপক্ষে সেটিই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিকনির্দেশনা। নিপীড়িত মানুষের মুক্তির বারতাও নিহিত সেই ভাষণে। গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

পাকিস্তানী শাসনের যাঁতাকলে পিষ্ট বাঙালির দু:সহ উপলব্ধির কথা সেদিন এভাবেই উচ্চারণ করেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভাষণের আগে ও পরে তিনিই হয়ে উঠেছিলেন গোটা পূর্ব পাকিস্তানের একমাত্র নিয়ন্ত্রক।

আড়াই হাজার বছরের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ৪১টি ভাষণের তালিকায় স্থান পাওয়া বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার পর এবার আরো প্রাসঙ্গিক ও তাৎপর্যবহ হয়ে উঠেছে দিবসটি। বঙ্গবন্ধুর সেই ভাষণ একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতার চূড়ান্ত প্রজ্ঞা, পরিমিতি আর প্রতিজ্ঞার স্বাক্ষর ছিলো।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাঙালির জন্য তাৎপর্যময় ঘটনা নয়, সারাবিশ্বেও সমাদৃত এই ভাষণ। বিশ্বের যে কোন প্রান্তের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে উজ্জীবিত করা এই ভাষণ এখন বিশ্ব সম্পদ। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি আরো একবার তার প্রিয় বাংলার মানুষের জন্য সম্মান বয়ে এনেছেন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যে ভাষণ প্রচার নিষিদ্ধ ছিলো বাংলার মাটিতে, সেই ভাষণই সব সীমা পেরিয়ে বিশ্ব ঐতিহ্যের দলিল হয়ে ওঠা তাৎপর্যময় ঘটনা বলে মনে করেন এই বিশ্লেষক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com