,

আজকের এই দিনে উপকূলীয় অঞ্চলে ঘটেছিলো ঘূর্ণিঝড় নামক আইলার তাণ্ডব

 

নিজস্ব  প্রতিনিধিঃ আজকের এই দিন কখনই ভোলার নয়” সর্বনাশা “অাইলা “এই জনপদের মানুষের জান মালের ব্যাপক ক্ষতি সাধন করে ২০০৯ সালের ২৫শে মে এই দিনে। বিধ্বস্ত হয়েছিল এই জনপদ। সারি সারি ভাসতে দেখা গিয়েছিল মানুষের লাশ – মনে হচ্ছিল কোন ও যুদ্ধ বিধ্বস্ত দেশ। এমন দৃশ্য কখনও দেখিনি এ অঞ্চলের মানুষ। সে দৃশ্য অাজ ও চোখের সামনে ভেসে ওঠে। স্বজন হারানো মানুষ অাজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। এমন দৃশ্য যেন, অার কখনও না দেখতে হয়। আইলা নামক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

এ সব এলাকায় এখনো মেলে না সুপেয় পানি। বাড়েনি সাইক্লোন সেল্টার মেরামত করা হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। তাই এখনো দুর্যোগ ঝুঁকিতে রয়েছেন এখানকার  মানুষ। ২০০৯ সালের ২৫ মের এই দিনে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। লণ্ডভণ্ড করে দেয় এ অঞ্চলের হাজার হাজার বসত-ভিটা, আবাদি জমি সরকারি হিসেবেই এতে প্রাণ যায় তিন শো ৩২ জনের। ঘূর্ণিঝড় আইলা তাণ্ডবের ৯ বছর পরও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেয়া হয়নি কার্যকর উদ্যোগ। নিরুপায় হয়ে এদের অনেকেই ছেড়েছেন ভিটে-মাটি। কেউ আবার মাথা গোজার ঠাঁই হিসাবে বেছে নিয়েছেন নদীর তীর কিংবা বেড়িবাঁধ।

খুলনা, বাগেরহাট, ও সাতক্ষীরা জেলায় বেড়িবাঁধ আছে প্রায় দুই হাজার কিলোমিটার। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে যার অন্তত সাড়ে তিনশো কিলোমিটার এলাকা। কিন্তু দীর্ঘ দিনেও সাতক্ষীরার গাবুরা, পদ্মপকুর, বুড়িগোয়ালিনী এলাকার বেড়িবাধঁ তা মেরামত না হওয়ায় বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে স্থানীয় প্রশাসন বিভিন্ন সময়ে ৪৮৮টি সাইক্লোন শেল্টার তৈরি করে। যেখানে আশ্রয় নিতে পারেন ২ লাখের বেশি মানুষ। তবে তা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় আগামীতে আরো আশ্রয় কেন্দ্র তৈরির পরিকল্পনা আছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘূর্ণিঝড় আইলা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পূর্ণ মেরামত না করায় এখনো ভরা জোয়ারে প্লাবিত হয় সাতক্ষীরার বহু এলাকা দেখা দেয় সুপেয় পানি সঙ্কট। কবে এ সমস্যার সমাধান হবে তাও জানে না কেহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com