,

শ্যামনগর টেংরাখালীতে সরকারী জায়গায় মাঠের দাবী এলাকাবাসীর

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে মাদার নদীর চর ভরাটি ভেটখালী মৌজার ১৪৫১ দাগে প্রায় ২০০ একর খাস জমি যার সিংহভাগ ম্যানগ্রোভ বন তৈরি হয়েছে। এই চর ভরাটি যায়গায় এক সময় জনৈক আম্মাদ আলী জাল কাগজ তৈরি করে আদালত থেকে ডিগ্রি অর্জন করে। পরবর্তীকালে ১৯৯৫ সালে সরকার পরিবেশ আইন জারী করে যার ৬ (ঙ) ধারায় বলা হয় “আপাতত বলবৎ অন্য আইনে যাই কিছু থাকুক না কেন জলাধার হিসাবে চিহ্নত প্রবহমান নদী বা চর কোন ব্যাক্তি মালিকানা থাকবে না” ফলে এই চর ভরাটি জায়গা আবার ও খাস হয়ে যায় যা এখন ও বলবৎ আছে। অপর দিকে এই জায়গার মধ্যে টেংরাখালী খালের পানি নিস্কাষনের জন্য মাদার নদীতে স্লুইজ গেট নির্মান করে হয়। পরবর্তীতে স্লুইজ গেট টি স্থান পরিবর্তন করার ফলে গেটের জন্য ব্যাবহত ১৪৫১ দাগের জায়গা অব্যাহত থাকায় পূর্বের ঐ আম্মাদ হাজীর জাল কাগজ বুনিয়াদে কবলাদার শ্রেনির স্বার্থান্মেষী মহল এই জায়গা নিজ জায়গা দাবী করে দখলে মাতোয়ারা হয়ে উঠে। অপর দিকে টেংরাখালীর যুবক শ্রেনীরা এখানে একটা খেলার মাঠ তৈরি করতে তৎপরতা শুরু করে। টেংরাখালী এলাকায় বিনোদনের জন্য কোন মাঠ নেই অথচ এই এলাকায় শ্যামনগরের কৃতি সন্তান সাবেক জেলা চেয়ারম্যান আবুল হোসেন, বারবার নির্বাচিত রমজাননগরের প্রায়ত চেয়ারম্যান শেখ আলমগীর হায়দার সহ অসংখ্য জ্ঞানী গুনি জনের জন্ম এখানে। সরকারী জায়গায় স্বেচ্ছা শ্রমে মাঠ নির্মানে জন্য সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের স্বরনাপর্ন হলে তিনি তথায় হাজির হয়ে শেখ রাসেল সৃতি খেলার মাঠের শুভ উদ্বোধন করেন। এর পরে শুরু হয় মাঠ তৈরিতে স্বেচ্ছাশ্রমী যুবকদের বিভিন্ন হুমকি ধামকি, মারপিট ও হয়রানী। সরকারের ২০০ একর জায়গা অবৈধ দখলে আছে যার মধ্যে মাত্র ৫০/৬০ শতক জায়গায় মাঠ তৈরি করা এলাকার ও সময়ের দাবী। এখানে যদি ইউনিয়ন পরিষদ থেকে ৪০ দিনের কর্মসুচি বা অন্য কোন প্রকল্প দেয়া হয় অথবা মাননীয় এম, পি মহোদয় যদি নিজস্ব বরাদ্দ টি, আর / জি,আর থেকে মাঠ তৈরিতে বরাদ্দ দেন। তাহলে মাঠ তৈরি সহজ হবে বলে মনে করছেন এলাকার সুধি মহল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com