,

শ্যামনগর গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসা ভবনের বেহাল দশা, ঝুঁকিতে শিক্ষক শিক্ষার্থী

 

বিজয় মন্ডল::

ঘূর্ণিঝড় আইলায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্ব দক্ষিণের সুন্দরবনের কোল ঘেঁষা দ্বীপ ইউনিয়ন গাবুরার একটি। সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, গাবুরা নিজামিয়া মাদ্রাসা ভবনের জরাজীর্ন অবস্থার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন চার শতাধিক শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ।

দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম অাব্দুল অাজিজ মোড়ল  ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত করেছিলেন গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই পড়াশোনার মান অনেক ভালো হওয়ায়, মাদ্রাসাটিতে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা ভর্তি হতে থাকে। বর্তমানে মাদ্রাসা  টিতে ৪০০ জনের ও বেশি ছাত্রছাত্রী রয়েছে।  শ্যামনগর উপজেলায় ফলাফলের দিক থেকেও প্রতি বছর প্রায় শতভাগ পাশের মাধ্যমে মাদ্রাসাটির অবস্থান থাকে উপরের দিকে। 

সবচেয়ে দুঃখজনক সত্য হলো মাদ্রাসাটিতে চার শতাধিক শিক্ষার্থী থাকলেও এবং প্রতিষ্ঠার দীর্ঘ ২৩ বছর অতিবাহিত হলেও সরকারী বা বেসরকারি সহযোগিতার অভাবে আজ পর্যন্ত কোন ছাদের ঘর সেখানে নির্মাণ হয়নি। ২০০১ সালে এমপিও ভূক্তির মাধ্যমে আলোর মুখ দেখে প্রতিষ্ঠানটি। কিন্তুু আজও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটির ভবন গুলো। এমপিও ভূক্তির পর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও মাদ্রাসাটির টিনের ছাউনির মূল ভবন তিনটি পূর্বের ন্যায় জরাজীর্ন অবস্থায় দাড়িয়ে আছে।

গাবুরা নিজামিয়া মাদ্রাসার সুপার মাও:গোলাম মোস্তফা জানান, শ্যামনগর উপজেলার প্রত্যান্ত দূর্যোগ কবলিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় প্রতি বছরই বিভিন্ন প্রকৃতিক দূর্যোগ হানা দেয়। শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়াশোনা করে। প্রত্যান্ত এবং  দূর্যোগ প্রবন এলাকা হিসেবে হলেও যদি এখানে কোন সরকারী বা বেসরকারি সহযোগিতায় দুই তলা বা তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হতো তাহলে এই এলাকার শিক্ষার্থীরা ঝুঁকিহীন ভাবে শিক্ষা গ্রহণ করতে পারতো। তাছাড়া প্রকৃতিক দূর্যোগের সময় তা এলাকার জনসাধারণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যেত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর
মোল্লা হারুন উর রশীদ কর্তৃক মোল্লা হারুন প্রিন্টিং প্রেস, সরদার পাড়া মোগলবাসা রোড কুড়িগ্রাম থেকে মুদ্রিত ও সরদার পাড়া মোগলবাসা রোড, কুড়িগ্রাম থেকে প্রকাশিত। ,
সম্পাদক মোবাইল ০১৭১২৫৯৩৮১৩
নিউজ ইমেইল:cp24bd@gmail.com
সহ :সম্পাদক সম্পাদক শাহনাজ পারভীন
নির্বাহী সম্পাদক: রেদওয়ানুল হক দুলাল
মোবা: ০১৭১৫৩৮৫২৮৫
ব্যবস্থাপনা সম্পাদক: মোল্লা হোমায়রা তাবাসসুম হিমা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- ইউ.এ.প্লাজা, শাপলা চত্বর, কুড়িগ্রাম।

উপদেষ্টা সভাপতি আলহাজ্ব পনির উদ্দীন আহম্মেদ এমপি কুড়িগ্রাম ২ আসন।
উপদেষ্ঠা সম্পাদক- মো: জাফর আলী, জেলা পরিষদ চেয়্যারম্যান ও সাবেক ,এম পি ও সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ।উপদেষ্ঠা- এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, উপদেষ্ঠা- এ্যাডভোকেট মুহা: ফখরুল ইসলাম, উপদেষ্ঠা- আব্দুল জলিল, মেয়র কুড়িগ্রাম পৌরসভা
উপদেষ্ঠা- সাঈদ হাসান লোবান,উপদেষ্ঠা- আমান উদ্দীন আহম্মেদ (মনজু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সদর উপজেলা চেয়্যারম্যান , কাজিউল ইসলাম । আলহাজ্জ মোস্তাফিজুর রহমান (সাজু) ১ নং পৌর যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা ,কুড়িগ্রাম।

Design & Developed BY zahidit.com